২২শে মার্চ – বিশ্ব জল সম্পদ দিবস. ২০ বছর আগে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভা এই দিনটিকে ঘোষণা করেছিল. এই ভাবেই আন্তর্জাতিক ক্যালেণ্ডারে সেই বিশ্ব জোড়া সমস্যার কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছিল, যা যৌথ প্রয়াসে সমাধান করতে হবে. আধুনিক বিশ্বে এই গ্রহের অন্যান্য রসদের চেয়ে জলের বেশী করেই চাহিদা রয়েছে, কিন্তু আজই তা মেটানো যাচ্ছে না.