ভারত ও পাকিস্তানের সীমান্তে কারাকোরাম পর্ব্বতমালার সিয়াচেন হিমবাহের এলাকায় এই বছর অনেকগুলি ট্র্যাজেডির ঘটনায় সমৃদ্ধ ছিল. এপ্রিল মাসে হিমবাহ থেকে নেমে আসা তুষার ধ্বস প্রায় দেড়শো পাকিস্তানী সৈনিকের উপরে চাপা দিয়েছিল. কিছু লোককে বাঁচানো সম্ভব হয়েছিল, আর মারা গিয়েছিল ১৩৭ জন. আবার ১৭ই ডিসেম্বর এই হিমবাহের শিকার হয়েছে ছয় জন ভারতীয় সেনা.