কাবুলে আবার সন্ত্রাসবাদী হামলা হয়েছে. আত্মঘাতী এক নারী কেচ্ছামুলক ফিল্ম, যেখানে হজরত মহম্মদকে অপমান করা হয়েছে, তার বিরূদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজেকে বিস্ফোরণ করেছে. ফলশ্রুতিতে দক্ষিন আফ্রিকার একটা বেসরকারী ফার্মের ১২ জন কর্মচারী নিহত হয়েছে. অন্যান্য দেশেও প্রতিবাদী আন্দোলনের ঢেউ স্থিমিত হচ্ছে না. ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি নিকট প্রাচ্যের, উত্তর আফ্রিকার ও এশিয়ার বহু দেশে জনতা প্রতিবাদ করে চলেছে.