মেক্সিকোর লস-কাবোস স্বাস্থ্য-নগরীতে “জি-২০” দেশগুলির শীর্ষ সম্মেলনের কাজ শুরু হয়েছে. তা ইউরোপীয় অর্থনৈতিক সঙ্কট এবং বিশ্ব অর্থনীতি বিকাশের ব্যবস্থার প্রতি উত্সর্গীত. এ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি, ফ্রান্স, গ্রেট-বৃটেন, ব্রাজিল, ইতালি, ভারত, কানাডা, মেক্সিকো, ইউরোসঙ্ঘ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, আর্জেন্টিনা ও সৌদি আরবের নেতারা.