×
South Asian Languages:
ঘটনা প্রসঙ্গ, 29 এপ্রিল 2012
রবিবার ভারতের উত্তর প্রদেশে দুই বাসের সঙ্ঘর্ষে মোটামুটিভাবে ২০ জন নিহত হয়েছে. ইআনস সংবাদ সংস্থা জানিয়েছে যে আরো ১২ জন আহত হয়েছে. এই দুর্ঘটনা ঘটেছে গোরখপুর জেলায়, ২৬৫ কিলোমিটার রাজ্যের রাজধানী লখনৌ থেকে. প্রাথমিক তথ্য অনুসারে, এক চালক অত্যন্ত দ্রুত গতিতে নিজের বাস চালাচ্ছিল যে মনিরাম গ্রামের পাশাপাশি অন্য বাসের সঙ্গে তার সঙ্ঘর্ষ হয়েছে.
চীনে যাত্রীবাহী বাস পাহাড় থেকে পড়েছে. জিংহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে যে ১০ জন নিহত হয়েছে, আহত মানুষদের সংখ্যার তথ্য নেই. এই দুর্ঘটনা ঘটেছে শনিবার দক্ষিন-পশ্চিম ইয়ুননান প্রদেশের ইয়ুনসিয়ান জেলায়. দুর্ঘটনার কারণ নিয়ে অনুসন্ধান চলছে.
৩০ এপ্রিল ৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক সিরিয়ায় তাদের কাজ শুরু করছে. পর্যবেক্ষক দলের শীর্ষপদে নরওয়ের আর্মি-জেনারেল রবার্ট মুড.      এই সপ্তাহে শাসক কর্তৃপক্ষ ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে শান্তিরক্ষা করেছে ১০ জন জাতিসংঘের পর্যবেক্ষক, সিরিয়ায় গোলাগুলি চালানো কমেছে, কিন্তু পরিস্থিতি এখনো উত্তেজনাকর. দামাস্কাসে মসজিদের কাছে বোমা বিস্ফোরণ হয়েছে গতকাল. খুব সম্ভবত আক্রমণকারী ছিল সন্ত্রাসবাদী-আত্মঘাতী.
মে মাসের শেষে রাষ্ট্রপতির নির্বাচনে মিশরের সালাফীরা “মুসলিম ভ্রাতৃত্বের” এক প্রাক্তন নেতা আবদেল মনেইম আবুল-ফতোহকে সমর্থন করবে. এমন সিদ্ধান্ত নিয়েছেন “আন-নুর” নামে সালাফী, মানে ইসলামে সবচেয়ে মূলগত, দলের নেতৃত্ব. সেই দলটি সম্প্রতি সাংসদীয় নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকার করেছে. আবুল-ফতোহ, যার বয়স ৬০ বছর, “মুসলিম ভ্রাতৃত্বে” দ্বিতীয় পদে থাকতেন, কিন্তু বিতাড়িত হয়েছেন.
ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক কানাগলি থেকে বের হওয়া সম্ভাবনা নষ্ট হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষমা চাওয়ার দাবী করার জন্য, এই খবর দিয়েছে আমেরিকার নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্র.
    শনিবারে মস্কোর ইরানের রাষ্ট্রদূত মাহমুদ রেজা ও উপ পররাষ্ট্র মন্ত্রী মিখাইল বগদানভ রাশিয়ার পররাষ্ট্র দপ্তরে বৈঠকের পরে এই ঘোষণা করেছেন. এই প্রসঙ্গে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্র সঙ্ঘ ও আরব লীগের বিশেষ প্রতিনিধি কোফি আন্নানের মিশনের সাফল্য ও রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে সিরিয়াতে পর্যবেক্ষক দলের কাজকর্মের সাফল্যের জন্য সমর্থন চাওয়া হয়েছে.
    সিরিয়ার তিনটি শহর গত দিনে বিস্ফোরণে কেঁপে উঠেছে. সানা সংবাদ সংস্থা এই খবর দিয়েছে. তাদের খবর অনুযায়ী আলেপ্পো শহরের পূর্বে এল- আনসারি এলাকায় জঙ্গীরা বোমা ফাটিয়েছে, যার ফলে নিরাপত্তা রক্ষী বাহিনীর কর্মীরা আঘাত পেয়েছে ও সাধারন লোকও তাদের মধ্যে ছিল. রাজধানীর ময়দান এলাকায় শুক্রবারে আত্মঘাতী সন্ত্রাসবাদী বোমা ফাটানোয় নয় জন নিহত হয়েছে, বহু লোক আহত.
এপ্রিল 2012
ঘটনার সূচী
এপ্রিল 2012