কানকুনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে একসারি চুক্তিপত্র স্বাক্ষর হতে পারে.সম্মেলনে অংশগ্রহনকারি প্রাকৃতিক পরিবেশ তহবিল ‘জলবায়ু ও জ্বালানী’ প্রকল্পের পরিচালক আলেক্সেই কাকোরিন রেডিও রাশিয়াকে এ সংবাদ জানিয়েছেন.মেক্সিকোর স্বাস্থকরস্থান কানকুনে জলবায়ু সম্মেলনে মোট ১৯৪টি দেশের প্রতিনিধিরা একটি প্রধান প্রশ্নের সমাধানে মিলিত হয়েছেন এবং তা হল কিভাবে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের গতি মন্থর করা যায়.