×
South Asian Languages:
ঘটনা প্রসঙ্গ, 24 জুলাই 2010
পাকিস্থানে ওসামা বেন লাদেন কে নিয়ে একটা কমেডি সিনেমা ঘিরে প্রচুর বিতর্কের ঝড় উঠেছে. " তেরে বিন লাদেন " নামের সিনেমার নামেই দুটো মানে লুকিয়ে আছে : " তোমার বেন লাদেন " অথবা " তোমাকে ছাড়া - লাদেন " . এই কথা নিয়ে খেলা অনেকটা এই সিনেমা ও তার হিরো কে ঘিরে যে অদ্ভূত পরিস্থিতি তৈরী হয়েছে তাকে প্রতিফলিত করেছে.
কিন্তু সাধারণ লোকেরা সমস্ত ধরনের দ্রষ্টব্য দেখতে পাবেন না, কারণ ব্যবসার জন্য রাখা প্রথম কয়েকটি দেখানো বিমান ও প্রযুক্তির কয়েকটি তাদের নিজেদের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে. যেমন, বোয়িং কর্পোরেশন তাদের ড্রিমলাইনার ফেরত নিয়ে গেছে, আর সুখই কর্পোরেশন সুপারজেট – ১০০ রাশিয়ার ঝুকভস্কি এয়ারপোর্টে ফেরত নিয়ে চলে এসেছে. এখানে বিমানটিকে আরও পরীক্ষা করা হবে.
উচ্চ প্রযুক্তি বিষয়ে ও একই সঙ্গে মস্কো উপকণ্ঠের স্কোলকোভো শহরে নির্মীয়মাণ উদ্ভাবনী নগরে ইতালির ব্যবসাকে আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ, তিনি এই ঘোষণা করেছেন তাঁর ইতালি সফরে.
ভেঙে পড়ল মিগ-২৭ বিমান. সকাল ১১টা নাগাদ পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির রাজারহাট এলাকায় ভেঙে পড়ে বায়ু সেনার এই বিমান. ঘটনায় একজন মারা গেছেন , আহত হয়েছেন বেশ কয়েকজন. চালক বেঁচে গেছেন. স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে আজ সকাল ১০টা নাগাদ বায়ু সেনার হাতিমারা সামরিক বাহিনীর ঘাঁটি থেকে দুটি মিগ বিমান মহড়ার জন্য আকাশে ওঠে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
জুলাই 2010
ঘটনার সূচী
জুলাই 2010
14