×
South Asian Languages:
ঘটনা প্রসঙ্গ, 22 জুলাই 2010
কুরমানবেক বাকিয়েভের ভাই আখমেদ বাকিয়েভ মে মাসে দেশের দক্ষিণে গণ্ডগোলের আয়োজন করেছিল বলে তাকে জালালাবাদ শহরে গ্রেপ্তার করা হয়েছে. সাময়িক সরকারের প্রতিনিধি এই খবর রিয়া নোভস্তি সংস্থাকে দিয়েছে. মে মাসে জালালাবাদ শহরে উজবেক ও কিরগিজ প্রজাতির লোকেদের মধ্যে এক বিশাল দাঙ্গায় বহু লোক নিহত ও আহত হয়েছিল, এই দাঙ্গায় উসকানি দিয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি কুরমানবেক বাকিয়েভের সমর্থকেরা.
হ্যানয় শহরে বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এই দেশ গুলির পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের মূল আলোচনার বিষয় হতে চলেছে আগামী অক্টোবর মাসে রাশিয়ার অংশগ্রহণে এই সংস্থার শীর্ষ বৈঠকের আয়োজন. এর আগে লাভরভ লাওস সফরে গিয়েছিলেন, এই দেশ রাশিয়াকে সংস্থায় বেশী করে অংশ নেওয়ার বিষয়ে তাদের সমর্থন জানিয়েছে.
রাশিয়ার রাষ্ট্রসংঘের স্থায়ী প্রতিনিধি ভিতালি চুরকিন নিরাপত্তা পরিষদের নিকট প্রাচ্য সংক্রান্ত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন. তিনি উল্লেখ করেছেন যে, মস্কো নীতিগত ভাবে প্যালেস্তিনীয় জনগনের মধ্যে তাদের স্বায়ত্ত শাসিত অঞ্চলে এই ঐক্য স্থাপনের জন্য সক্রিয় ভাবে ক্ষমতা ব্যবহার করছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
জুলাই 2010
ঘটনার সূচী
জুলাই 2010
14