বুধবারে শ্রীলঙ্কার সরকার ঘোষণা করেছে যে, তারা “তামিল ইলম স্বাধীন করার ব্যাঘ্র পুঙ্গবদের” মধ্যে গৃহযুদ্ধ শেষ হওয়ার পরে বেঁচে থাকা সবচেয়ে মুখ্য নেতা সেলভারসা পথ্মনাথন কে আর জেলে বন্দী রাখে নি. সে এখন বেসরকারি সংস্থার প্রতিনিধি হয়ে দেশের উত্তরাঞ্চলে কাজ করছে. ঠিক কোথায়, তা বলা হয় নি.