সিরিয়া সম্পর্কে রাষ্ট্রসঙ্ঘ ও আরব রাষ্ট্র লীগের বিশেষ প্রতিনিধি লাখদার ব্রাহিমি শুক্রবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানোভ এবং মার্কিনী উপ-পররাষ্ট্র সচিব উইলিয়াম বার্নসের সাথে সিরিয়া সঙ্কট মীমাংসার পথ আলোচনা করবেন. এ ত্রিপাক্ষিক সাক্ষাত্ অনুষ্ঠিত হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়. রাশিয়া আশা করে যে, এ সাক্ষাতে সিরিয়া সঙ্কট অতিক্রম সম্পর্কে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আসদের উদ্যোগ আলোচিত হবে.