ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো হুগো চাভেসের মৃত্যুর পর গত রবিবারে দেশে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেছেন. ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনী কমিশনের সূত্র ধরে সোমবার ফ্রান্স প্রেস সংবাদসংস্থা এই খবর জানিয়েছে. নির্বাচনী কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, মাদুরো ৫০,৭৬% ভোট পেয়েছেন, আর তার প্রতিদ্বন্দী ও বিরোধীপক্ষের প্রার্থী এনরিকে কাপ্রিলেস পেয়েছেন ৪৯,০৭% ভোট. স্বয়ং নিকোলাস মাদুরোও ভোটদাতাদের জানিয়েছেন তার বিজয়ের খবর.