ভেনেজুয়েলার রাষ্ট্রপতি উগো চাভেস তার শাসনভারের একাংশ প্রাক্তন বিদেশমন্ত্রী ও কার্যরত উপ-রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর হাতে তুলে দিয়েছেন. ডিসেম্বরের শুরুতে ক্যান্সার রোগে আক্রান্ত চাভেস মাদুরোকে তার উত্তরসূরী বলে ঘোষনা করেছিলেন. লাতিন আমেরিকার সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, যে উপ-প্রধানমন্ত্রী জাতীয় বাজেট অনুমোদন করার প্রশ্নে ও ভেনেজুয়েলার মুখ্য রোজগারের উত্স -খনিজ পদার্থ নিস্কাষন শিল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার পেয়েছেন.