পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানের লক্ষ্য সমর্থন করে, তবে তাদের পদ্ধতি নয়, নিউ-ইয়র্কে বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি হার. তিনি পাকিস্তানের ভূভাগে মার্কিনী ড্রোন বিমানের আঘাতকে বেআইনী বলে অভিহিত করেন. তিনি আরও উল্লেখ করেন যে, পাকিস্তানের আকাশ-সীমায় মার্কিনী ড্রোন বিমানের উড়ানের ফলে দেশে মার্কিন-বিরোধী মনোভাব বাড়ছে. উত্তর-পশ্চিম পাকিস্তানের অধিবাসীরা সর্বদা বাস করছে “সি.আই.