নিকোলাই মাকারভ এক সরকারি সফরে ভারতে যাচ্ছেন, যেখানে তিনি আগামী বছরে সম্মিলিত সামরিক মহড়া ইন্দ্র – ২০১১ র প্রস্তুতির বিষয়ে কথা বলবেন.রিয়া নোভস্তি সংস্থা জানিয়েছে যে, ৭ থেকে ৯ই ডিসেম্বর সফর চলবে, ইন্দ্র – ২০১০ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনাতে ফলাফল দেখা হবে ও ২০১১ সালের মুখ্য মহড়ার দিক গুলি নিয়ে আলোচনা করা হবে.