দুই লক্ষ কোটি রুবলের বেশী (প্রায় ৬৪৫ বিলিয়ন ডলারের চেয়ে বেশী) রাশিয়ার ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত নেওয়া মহাকাশ প্রকল্প গুলিতে ব্যয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে রসকসমস সংস্থার ওয়েবসাইটে খবর দেওয়া হয়েছে. এই অর্থের প্যাকেজে ধরা হয়েছে বাজেট বহির্ভূত বিনিয়োগ গুলিকেও, বলা হয়েছে খবরে.