পৃথিবীর প্রধান প্রধান দেশে পরিভোগী চাহিদাপুনর্স্থাপন করা – বিশ্ব অর্থনীতির বৃদ্ধি পুনরারম্ভের জন্য প্রয়োজনীয় শর্ত. ওয়াশিংটনে বক্তৃতা দিয়ে এ মত প্রকাশ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লাগার্দ. তিনি “স্থিতিশীলতা ও বৃদ্ধি সুনিশ্চিত করার উদ্দেশ্য প্রণোদিত স্ট্র্যাটেজি” গ্রহণের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন. উপরন্তু, তাঁর কথায়, এ প্রক্রিয়া শুরু হওয়া উচিত উন্নত দেশগুলিতে, সর্বপ্রথমে ইউরোপে.