×
South Asian Languages:
অর্থনৈতিক উন্নয়ন, 1 আগষ্ট 2011
অভিবাসনের প্রক্রিয়া গুলিকে থামানো সম্ভব নয়. শুধুমাত্র গত ২৫ বছরেই বিশ্বে অভিবাসিত লোকেদের সংখ্যা হয়েছে দ্বিগুণ. আগামী দশ বছরে এর সংখ্যা আরও বাড়বে দ্বিগুণ, এক দিকে এটা অবশ্যই সেই সমস্ত দেশের জন্য লাভজনক, যেখান থেকে চলে যাওয়া হচ্ছে, আবার অন্য দিকে যে সমস্ত দেশে এই চলে যাওয়া লোকেরা আসছেন তাদের ও লাভ হচ্ছে, যেমন হচ্ছে অভিবাসিত লোকেদের.
ডেমোক্র্যাট ও রিপাব্লিকান দলের প্রতিনিধিরা রাষ্ট্রীয় ঋণের সর্ব্বোচ্চ মাত্রা বৃদ্ধি ও বাজেট খরচের পরিমান কমানো নিয়ে এক কাঠামো নির্ণায়ক সমঝোতা তৈরী করতে পেরেছে. রাষ্ট্রপতি বারাক ওবামা আশ্বাস দিয়েছেন যে, সমঝোতা ডিফল্টের আশঙ্কা দূর করবে ও নূতন অর্থনৈতিক সঙ্কটের সম্ভাবনা দূর করবে.
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির প্রশাসন এবং কংগ্রেসের নেতারা রাষ্ট্রীয় ঋণের সীমা বৃদ্ধি এবং দুই পর্যায়ে রাষ্ট্রীয় খরচ হ্রাস সম্বন্ধে কাঠামো ভিত্তিক সমঝোতায় এসেছেন. রাষ্ট্রীয় ঋণের সীমা ১৪.৩ লক্ষ কোটি ডলারের উপরে বাড়ানো হবে. আগামী ১০ বছরে দুই পর্যায়ে রাষ্ট্রীয় খরচ প্রায় ২.৫ লক্ষ কোটি ডলার হ্রাস সম্পর্কে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
আগষ্ট 2011
ঘটনার সূচী
আগষ্ট 2011
2
7
11
13
14
20
21
26
27
28
29
30