আগামী ২৫শে এপ্রিল রুশ রাষ্ট্রপতি মস্কো সময় বেলা ১২ টা থেকে সারা দেশের মানুষের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবেন, সরাসরি টেলিভিশনে. ২০০১ সাল থেকে তিনি আজ অবধি ১০ বার এই রকম ভাবে দেশের মানুষের সঙ্গে তাঁদের নানা রকমের সমস্যা, প্রশ্ন ও মনোভাব নিয়ে কথা বলেছেন.