২০১৩ সালে ক্রীড়া জগতে প্রধান অনুষ্ঠান হতে চলেছে ২৭তম গ্রীষ্ম বিশ্ব যুব ছাত্র ক্রীড়া প্রতিযোগিতা বা ইউনিভার্সিয়াড. রাশিয়ার কাজান শহরে ৬থেকে ১৭ই জুলাই এই উত্সব হবে. এটা বিশ্ব যুব- ছাত্র ক্রীড়া প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বড় প্রতিযোগিতা হতে চলেছে. বাস্তবে ২০১৩ সালে রাশিয়াতে বড় মাপের খেলাধূলার প্রতিযোগিতার যুগ শুরু হতে চলেছে.