একশ দিন কেটে গিয়েছে সেই মুহূর্ত থেকে, যখন ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রপতির পদ গ্রহণ করেছেন. নিজের রাষ্ট্রপতিত্বের শুরুতেই পুতিন অনেক মনোযোগ দিয়েছেন পররাষ্ট্র নীতি নিয়ে. রাশিয়ার রাষ্ট্রপতি পদে থাকার প্রথম একশ দিনের মধ্যে তিনি সরকারি ভাবে বিশ্বের এগারোটি দেশে গিয়েছেন, তার মধ্যে চিন, জার্মানী, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, মেক্সিকো, ইজরায়েল, জর্ডন ও প্যালেস্টাইনের এলাকা রয়েছে.