প্যালেস্টাইনের প্রধান দুটি আন্দোলন “ফাথ” ও “হামাসের” প্রতিনিধিদল কায়রোতে জাতীয় ঐক্যের অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছে. এ সরকার পার্লামেন্ট ও রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, বিভাজনের কুপরিণতি দূর করা, অন্যান্য দেশের সাথে সম্পর্ক গড়ে তোলা নিয়ে কাজ করবে. কোয়ালিশন সরকারের আরও একটি কর্তব্য হবে প্যালেস্টাইনী স্বায়ত্তশাসনের স্বাধীন গোয়েন্দা বিভাগ গঠনের জন্য প্রস্তুতি চালানো.