×
South Asian Languages:
প্যারাঅলিম্পিক, সেপ্টেম্বর 2012
লন্ডনে শেষ হয়েছে ২০১২ সালের প্যারাঅলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা. এই প্রথম বার রাশিয়ার জাতীয় দল পেয়েছে সমস্ত দলগুলির মধ্য পদক প্রাপ্তির তালিকায় দ্বিতীয় স্থান: ৩৬টি স্বর্ণ পদক, ৩৮টি রৌপ্য পদক ও ২৮ টি ব্রোঞ্জ পদক. প্রথম স্থানে রয়েছেন চিনের ক্রীড়াবিদরা, তারা জয় করেছেন ৯৫টি স্বর্ণ পদক. প্যারা-অলিম্পিকের খেলোয়াড়দের কাছ থেকে যা শেখার, তা হল জয়ের জন্য আকাঙ্ক্ষা ও মনের জোর.
লন্ডনে প্যারাঅলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি সমারোহ শেষ হয়েছে অলিম্পিক স্টেডিয়াম ও টাওয়ার ব্রিজের উপরে আতশবাজির “গ্র্যান্ড শো” দিয়ে. টেমস নদীর ধারে ধারে লাগানো বড় বড় স্ক্রীনে আতশবাজির এ সমারোহ দেখতে পাওয়া যায়.
৯ই সেপ্টেম্বর লন্ডনে প্যারা অলিম্পিক গেমস সমাপ্ত হতে চলেছে. রাশিয়ার জাতীয় টিম এই মুহুর্তে পদক তালিকায় দ্বিতীয় স্থানে আছে. এখনো পর্যন্ত রাশিয়ার ক্রীড়াবিদরা ১০১টি মেডেল জয় করেছে. আজ ৬৪টি ইভেন্টের ফাইন্যাল হবে, তারপরে গভীর সন্ধ্যায় হবে আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠাণ. সংগঠকেরা বলছেন, যে আসল বিষয় হবে অগ্নির উত্সব, তবে সেটা যে কি, সে বিষয়ে তারা মুখবুজে আছেন.
প্যারা অলিম্পিকের নবম দিনে রাশিয়ানরা ১টা স্বর্ণপদক, ৪টে রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জপদক জিতেছে. মহিলা সাঁতারু ওকসানা সাভচেঙ্কো সোনা জিতেছে. ফ্রিস্টাইলে ৫০ মিটার দূরত্ব সে অতিক্রম করেছে বিশ্বরেকর্ডে মাত্র ২৬,৯ সেকেন্ডে. পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের রেসে আমাদের আলেক্সান্দর স্ভেতভ ২য় স্থান অধিকার করেছে. রাশিয়ার জাতীয় দল পদক তালিকায় ৯২টি মেডেল সহ তৃতীয় স্থানে আছে.
রাশিয়ার ক্রীড়াবিদরা বুধবার লন্ডনে প্যারাঅলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণপদক, তিনটি রৌপ্যপদক এবং তিনটি ব্রোঞ্জ পদক জয় করেছে. সাঁতারুরা দুটি স্বর্ণপদক জিতেছে: মেয়েদের ১০০ মিটার ব্যাক-স্ট্রোক সাঁতারে অক্সানা সাভচেনকো চ্যাম্পিয়ান হয়েছে, আর ছেলেদের অনুরূপ সাঁতারের প্রতিযোগিতায় জয়লাভ করেছে আলেক্সান্দর নেভোলিন-স্ভেতোভ. লংজাম্পে বিজয়ী হয়েছে গোচা কুগায়েভ. ৪x১০০ মিটার রিলে-রেসে রাশিয়ার ছেলেদের দল জয়লাভ করেছে, আর তাছাড়া তীরন্দাজীদের প্রতিযোগিতায়ও.
রাশিয়ার ক্রীড়াবিদরা লন্ডনে প্যারাঅলিম্পিকে গত সোমবার ৪টি স্বর্ণপদক জয় করেছেন. দেনিস তারাসভ ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে বিশ্ব-রেকর্ড স্থাপন করে জয়লাভ করেছেন, আর অক্সানা সাভচেনকো-ও ২০০ মিটার কমপ্লেক্স সাঁতারে বিশ্ব-রেকর্ড স্থাপন করে জয়লাভ করেছেন. তিমুর তুচিনোভ ক্লাসিক্যাল তীরন্দাজী-তে জয়লাভ করেছেন. আর রাইসা চেবানিকা প্যারাঅলিম্পিকের টেবিল-টেনিস প্রতিযোগিতায় জয়লাভ করেছেন. এখন মোট পদকের হিসেব অনুযায়ী, রাশিয়ার দল তৃতীয় স্থানে উঠেছে.
রাশিয়ার ক্রীড়াবিদরা গত রবিবার লন্ডনের প্যারাঅলিম্পিকে চারটি স্বর্ণপদক, তিনটি রৌপ্যপদক এবং চারটি ব্রোঞ্জ পদক জয় করেছে. স্বর্ণপদক জয় করেছেন ইয়েভগেনি শ্ভেতসোভ অ্যাথলেটিক্সের ১০০ মিটার দৌড়ে, আলেক্সেই লাবজিন – ৪০০ মিটার দৌড়ে, নিকোল রোদোমাকিনা – লঙ জাম্পে, এবং সাঁতারু রোমান মাকারোভ ১০০ মিটার বাটারফ্লাই সাঁতারে. ২০১২ সালের প্যারাঅলিম্পিকের চার দিনের পরে রাশিয়া পেয়েছে ৩৪টি পদক.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
সেপ্টেম্বর 2012
ঘটনার সূচী
সেপ্টেম্বর 2012
1
2
5
7
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30