লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে বুধবার গ্রীষ্মকালীন প্যারাঅলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী সমারোহ হয়েছে. এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৪০০০-এরও বেশি জন. পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে ২০ ধরণের ক্রীড়ায়. ২০১২ সালের এই প্যারাঅলিম্পিক শেষ হবে ৯ই সেপ্টেম্বর. লন্ডনে রাশিয়ার দলের প্রতিনিধিত্ব করছে ১৮৩ জন ক্রীড়াবিদ, তারা ১২ ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে.