সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লীগের বিশেষ প্রতিনিধি লাখদার ব্রাহিমি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য ছাড়া সিরিয়া সংকট সমাধান হতে পারে না. তিনি আরোও বলেন, সিরিয়ানরা নিজেরা কোন কিছুই করতে পারবে না. জার্মানির মিউনিখ শহরে নিরাপত্তা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে লাখদার ব্রাহিমি এসব কথা বলেন.