×
South Asian Languages:
দূর্ঘটনা, সেপ্টেম্বর 2013

ভারতের মুম্বাইয়ে শুক্রবার একটি পাঁচতলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে উন্নীত হয়েছে।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বার্তাসংস্থা ফ্রান্স প্রেস রোববার এ খবর জানিয়েছে।

 

ভারতের মুম্বাইয়ে একটি পাঁচতলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে উন্নীত হয়েছে।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বার্তাসংস্থা ফ্রান্স প্রেস শনিবার এ খবর জানিয়েছে। এর আগে নিহতের সংখ্যা ২৮ জন উল্লেখ করা হয়েছিল।

ভারতের মুম্বাইয়ে একটি পাঁচতলা আবাসিক ভবন ধ্বসে ৩ জন নিহত হয়েছে। এছাড়া কয়েক ডজন মানুষ ধ্বসে যাওয়া ভবনের ভেতর আটকা পড়েছে।

ভারতে বাস খাদে, নিহত ১৯ ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে শুক্রবার একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। ভারতের টাইমস অফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

মঙ্গলবারে পাকিস্তানে এক শক্তিশালী ভূমিকম্পের ফলে কম করে হলেও ৪৫জন নিহত হওয়া খবর দিয়েছে রয়টার সংস্থা স্থানীয় পুলিশের উত্স থেকে পাওয়া খবর হিসাবে.

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পুবে তেগু শহরে রঙ ইত্যাদির দোকানে বিস্ফোরণের ফলে দুজন পুলিশ নিহত হয়েছে, আরও ৬ জন আহত হয়েছে, জানিয়েছে “রেনহ্যাপ” সংবাদ এজেন্সি.

ভারতের মহারাষ্ট্র প্রদেশের মুমব্রা এলাকায় চারতলা একটি ভবন ধ্বসে পড়েছে। শনিবার ভারতের এনডিটিভি চ্যানেল এ খবর জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের রাজধানীতে রুশ নাগরিক এলেনা রাদচিকভা নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে, এই খবর দেওয়া হয়েছে সেখানের রুশ দূতাবাস থেকে. এই মহিলা এক তুরস্কের নাগরিক গোকতুগ দেমিরারসলানের সঙ্গে একসঙ্গে গুলিতে নিহত হয়েছেন.

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর লোকরা এবারে ওয়াশিংটনের একেবারে কেন্দ্রে গণহত্যা নিয়ে তদন্ত করছে. “নেভি ইয়ার্ড” সামরিক নৌবাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্রে এই ট্র্যাজেডিতে নিহত হয়েছেন ১২ জন. পুলিশ আক্রমণকারীকে ধ্বংস করেছে. সেই লোকটি দেখা গিয়েছে যে, এক ৩৪ বছর বয়সী অসামরিক বিশেষজ্ঞ অ্যারন আলেক্সিস. প্রশাসন ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, তারা আর কাউকে এখন খোঁজ করছে না ও চেষ্টা করছে অপরাধীর সম্ভাব্য উদ্দেশ্য নির্ণয়ের, যে এর আগে নিরাপত্তা পরিষেবার সমস্ত রকমের প্রয়োজনীয় পরীক্ষাই পার হয়ে এসেছিল. মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ঘটনা নিয়ে জানিয়েছেন “রেডিও রাশিয়ার” সাংবাদিক প্রতিনিধি রমান মামোনভ.

ওয়াশিংটনে আজ নৌবাহিনীর এক দপ্তরে গুলি চালনার ফলে কম করে হলেও দশ জন নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে, আর আহতও হয়েছেন অনেকেই. "রেডিও রাশিয়ার" মার্কিন রাজধানীর প্রতিনিধি খবর দিয়েছেন যে, আজ এখানে জনা তিনেক আততায়ী আক্রমণ করেছে.

আফগানিল্তানের উত্তরাঞ্চলীয় সামানগান প্রদেশে কয়লা খনি ধ্বসে অন্তত ২৭ জন নিহত হয়েছে।

মিশরে প্রাইভেট কার ও ট্যাক্সির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা সিনহুয়া এই খবর জানিয়েছে।

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
সেপ্টেম্বর 2013
ঘটনার সূচী
সেপ্টেম্বর 2013
1
2
3
4
5
7
8
9
10
11
12
13
14
18
20
22
23
25
26
30