×
South Asian Languages:
দূর্ঘটনা, 18 এপ্রিল 2013
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা-কে সমবেদনা জ্ঞাপন করেছেন টেক্সাসের ওয়েস্ট শহরের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে লোকেদের মৃত্যু উপলক্ষে. সমবেদনা জানানো তার-বার্তায় রাশিয়ার রাষ্ট্রপতি নিজের তরফ থেকে এবং সমস্ত রাশিয়াবাসীর তরফ থেকে তাঁদের সকলের প্রতি সমর্থন জানান, যাঁরা নিজেদের আত্মীয়-স্বজনকে হারিয়েছেন. তিনি আহতদের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা কামনা করেন, বৃহস্পতিবার জানিয়েছে ক্রেমলিনের প্রেস-সার্ভিস.
৭৫ জন মৃত ও বহু শত মানুষ আহত বলে মনে করা হয়েছে বুধবার সন্ধ্যায় আমেরিকার টেক্সাস রাজ্যের ওয়েস্ট শহরে এক রাসায়নিক সারের কারখানায় বিস্ফোরণের ফলে. বর্তমানেও এখানে অ্যামোনিয়া সংরক্ষনের দ্বিতীয় আধার বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে. কারখানাটির কাছে বহু বসতবাড়ী, সামাজিক কেন্দ্র ও স্কুল আগুনে জ্বলে গিয়েছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
এপ্রিল 2013
ঘটনার সূচী
এপ্রিল 2013
1
7
13
16
20
21
30