ইতালির আল্পস পার্বত্যাঞ্চলে স্নোমোবাইল(বরফের ওপর দিয়ে চলাচলকারী এক ধরনের যান) দুর্ঘটনায় নিহত ৬ রুশ পর্যটকের মৃতদেহ আগামীকাল বুধবার দেশে আসছে. উল্লেখ্য, গত ৪ জানুযারি শুক্রবার ট্রেন্টো এলাকার চেরমিস পাহাড়ে ৬ রুশ পর্যটক নিহত ও অপর দুজন গুরুতর আহত হয়. রুশ পর্যটকরা স্নোমোবাইলে চড়ে উঁচু পাহাড়ের এক রেষ্টুরেন্ট থেকে ফিরছিলেন.