×
South Asian Languages:
দূর্ঘটনা, 11 জুলাই 2011
বাংলাদেশে সোমবার একটি স্কুলের বাস খালে পড়ার ফলে ৪০ জনেরও বেশি শিশু মারা গিয়েছে. পুলিশী উত্সকে উদ্ধৃত করে এ সম্বন্ধে জানিয়েছে ভারতের এন.ডি.টি.ভি টেলি-চ্যানেল. এ দুর্ঘটনা ঘটেছে দেশের দক্ষিণ-পুবে. স্কুল-বাসে ছিল ৮ থেকে ১২ বছর বয়সের প্রায় ৭০ জন শিশু. ৪১জন শিশু মারা গিয়েছে. দুর্ঘটনার কারণ এখনও জানা নেই. কর্তৃপক্ষ এ দুর্ঘটনার কারণ তদন্ত করা শুরু করেছে.
রাশিয়ার রাষ্ট্রপতি দমিত্রি মেদভেদেভ ১২ই জুলাই জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন “বুলগারিয়া” স্টীমারডুবীতে নিহতদের স্মৃতিতে. এ সম্বন্ধে তিনি ঘোষণা করেন সোমবার ভোলগা নদীতে বিপর্যয়ের প্রতি উত্সর্গীত পরামর্শ বৈঠকে. এর আগে মেদভেদেভ স্টীমারডুবীতে নিহতদের আত্মীয়স্বজনের কাছে গভীর সমবেদনা জানান. এই “বুলগারিয়া” স্টীমারটি রবিবার ডুবে যায় ভোলগা নদীতে কুইবিশেভ জলাধারে. স্টীমারটিতে ছিল প্রায় ২০০ জন.
"বুলগারিয়া" স্টীমার ডুবি হওয়ায় বহু যাত্রীর মৃত্যুর কারণে ১২ই জুলাই রাশিয়ার তাতারস্থান রাজ্যের মতই সারা দেশে শোক দিবস ঘোষিত হয়েছে. রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ নিহতদের পরিবার বর্গকে সমবেদনা জানিয়ে এই ঘোষমা করেছেন. শেষ অবধি পাওয়া খবর অনুযায়ী এই বিপর্যয়ে এখন অবধি ১২ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে ও ৮০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে.
রাশিয়ায় ভোলগা নদীতে রবিবার “বুলগারিয়া” নামে যাত্রীবাহী স্টীমার ডুবে গেছে, যাতে বিপর্যয় নিরসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১৯৯ জন যাত্রী ছিল. বিপর্যয় ঘটেছে রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে উপকূল থেকে তিন কিলোমিটার দূরে. বর্তমানে জানা গেছে যে, দুর্ঘটনার সময় স্টীমারটি প্রতিকূল আবহাওয়ার পরিবেশে পড়েছিল. তত্পর প্রতিক্রিয়ার সদর দপ্তর থেকে প্রাপ্ত শেষ তথ্য অনুযায়ী, ৭৯ জনকে বাঁচানো সম্ভব হয়েছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
জুলাই 2011
ঘটনার সূচী
জুলাই 2011
1
3
4
5
7
9
10
16
17
18
19
20
21
22
23
24
26
29
30