×
South Asian Languages:
ভারত, 7 জুলাই 2013
রুশ-ভারত “ব্রামোস” এয়ারোস্পেস কোম্পানি ভারতের “সু-৩০এম.কা.ই” বিমান থেকে প্রথম পরীক্ষামূলক ক্ষেপণ করবে ২০১৪ সালে. এ সম্বন্ধে ব্রামোস এয়ারোস্পেস কোম্পানির রাশিয়ার পক্ষের ম্যানেজিং ডিরেক্টর আলেক্সান্দর মাক্সিচেভ বলেছেন ষষ্ঠ আন্তর্জাতিক সামরিক নৌ-প্রদর্শনীর শেষ দিন. তাঁর কথায়, ভারতে সু-৩০এম.কা.ই বিমানে এ রকেট বসানোর জন্য কাজ চালানো হচ্ছে.
জাহাজে ও স্থলভাগে স্থাপনের রুশ-ভারত সুপারসোনিক রকেট “ব্রামোস” তৃতীয় দেশে সরবরাহ করা হয় নি. “রেডিও রাশিয়ার” সংবাদদাতা জানিয়েছেন যে, এ সম্বন্ধে সাঙ্কত-পিতারবুর্গে ষষ্ঠ আন্তর্জাতিক সামরিক নৌ-প্রদর্শনীর শেষ দিন বলেছেন “ব্রামোস এয়ারোস্পেস” কোম্পানির রাশিয়ার পক্ষের ম্যানেজিং ডিরেক্টর আলেক্সান্দর মাক্সিচেভ. তাঁর কথায়, এ রকেটের প্রতি কয়েকটি দেশের আগ্রহ আছে, তবে তা এখনও সরবরাহ করা হয় নি.
ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায় অবস্থিত বিশ্ববিখ্যাত মহাবোধি মন্দিরের ভেতরে আজ সকালে পাঁচটি বোমা বিস্ফোরণে এক জন পুরোহিত ও এক জন পুণ্যার্থী গুরুতর আহত হয়েছেন. প্রথম বোমাটি ফেটেছে স্থানীয় সময় ভোর ৫-১৫ মিনিটে, তারপরে আরও ৪টি বিস্ফোরণ ঘটেছে. মন্দির ঐ সময় ফাঁকা থাকায় বড়সড় হতাহত এড়ানো গেছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
জুলাই 2013
ঘটনার সূচী
জুলাই 2013
13
14
27