×
South Asian Languages:
ভারত, 5 জুলাই 2013
চীন ও ভরত ২০১৩ সালের দ্বিতীয়ার্ধে চীনের ভূভাগে আকাশ প্রতিরক্ষা বাহিনীর মিলিত মহড়া চালাতে পারে. এ সম্বন্ধে শুক্রবার বেজিংযে এক ব্রিফিংয়ে বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হুয়া চুনিইন. তিনি তাছাড়া জোর দিয়ে বলেন যে, চীন ভারতীয় পক্ষের সাথে মিলিতভাবে চীনা-ভারত সীমানায় শান্তি ও স্বস্তি বজায় রাখার জন্য প্রচেষ্টা চালাতে প্রস্তুত. বৃহস্পতিবার চীনে সরকারী সফরে পৌঁছেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী শ্রী এ.কে.
প্রাক্তন সিআইএ সংস্থার ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার কর্মী এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে ইতিহাস, যে কিনা বিশ্বের বেশ কয়েক দশক দেশকে, নরম করে বললে, অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে, তা ভারতে খুবই তীক্ষ্ণ রাজনৈতিক বিরোধে পরিণত হয়েছে.
এই বছরের গরম কালেই কিরগিজিয়ার প্রশাসন দেশের দক্ষিণের এলাকা গুলিতে সামরিক-রাজনৈতিক পরিস্থিতি তীক্ষ্ণ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না আফগানিস্তানের পরিস্থিতির কারণেই. প্রজাতন্ত্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত উপ প্রধানমন্ত্রী তোকোন মামীতভের কথামতো, কিরগিজিয়ার নেতৃত্ব অবশ্যম্ভাবী পরিস্থিতির জটিলতাবৃদ্ধিকে কয়েকটি কারণের সঙ্গেই যুক্ত করেছেন – আর সেই গুলির সবকটিই আফগানিস্তানের সঙ্গে সম্পর্কিত.
     উঁচুস্তরের প্রতিনিধিদল নিয়ে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ.কে. এ্যান্টনি গেলেন চীন সফরে. গত সাত বছরে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এটাই প্রথম চীন সফর.      তিন দিন মেয়াদী সফরকালে এ্যান্টনি সাক্ষাত করবেন চীনের প্রতিরক্ষামন্ত্রী চান ভানগুয়ানের সাথে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
জুলাই 2013
ঘটনার সূচী
জুলাই 2013
13
14
27