মহাত্মা গান্ধীর ধারণা বিশ্বায়নের যুগে বাস্তব ও প্রয়োজনীয়, - রাশিয়ার বিজ্ঞান একাডেমীর প্রাচ্য অনুসন্ধান ইনস্টিটিউটের ভারত গবেষণা কেন্দ্রের বিখ্যাত রুশ ভারতবিদ্ প্রফেসর ফেলিক্স ইউরলভ এই রকমই বিশ্বাস করেন. – তিনি নিজের মত দিয়েছেন মস্কোয় আয়োজিত রুশ – ভারত সেমিনার – গান্ধী ও বর্তমানের বিশ্ব নামের অনুষ্ঠানে, যা আয়োজিত হয়েছিল ভারতের জাতির জনকের জন্ম দিবস উপলক্ষে.