ভারতের সুপ্রীম কোর্ট পারমানবিক বিদ্যুত প্রকল্পের বিরোধীদের দাবী অনুযায়ী পারমানবিক বিদ্যুত কেন্দ্র কুদানকুলামের প্রথম রিয়্যাক্টরে জ্বালানী ভরা বন্ধ করা নিয়ে মামলায় নেতিবাচক রায় দিয়েছে. একই সঙ্গে আদালত পারমানবিক বিদ্যুত শক্তি উত্পাদনের বিরোধী পক্ষের উকিল প্রশান্ত ভূষণের পিটিশন বিচার করে দেখার জন্য গ্রহণ করেছে. তার ২০শে সেপ্টেম্বর শুনানী হবে. বিষয় নিয়ে বিশদ করে লিখেছেন আমাদের সমীক্ষক গিওর্গি ভানেত্সভ.