×
South Asian Languages:
ভারত, 18 আগষ্ট 2011
জন-সাধারণের প্রতিবাদে পশ্চিমবঙ্গের নতুন সরকার হরিপুরে পারমানবিক বিদ্যুতকেন্দ্র স্থাপণ না করার সিদ্ধান্ত নিয়েছে. কোলকাতার ‘টাইমস’ সংবাদপত্র এ খবর দিয়েছে. রাশিয়ার প্রযুক্তিতে ঐ পারমানবিক বিদ্যুতকেন্দ্র গড়ার কথা ছিল. নতুন সরকার ঘোষণা করেছে, যে ভূতপূর্ব বামফ্রন্ট সরকারের উদ্যোগ পালন করতে গেলে অন্ততঃ একলক্ষ মানুষকে পুণর্বাসন দিতে হতো. তাদের মধ্যে অর্দ্ধেক লোক বঙ্গোপসাগরের উপকূল থেকে নির্বাসিত হয়ে জীবিকা হারাতে পারতো.
বিশ্বে খাদ্য দ্রব্যের দাম গত বছরের জুলাই মাসের চেয়ে শতকরা ৩৩ ভাগ বেড়ে গিয়েছে ও ২০০৮ সালের সবচেয়ে দামী সময়ের মতো হয়েছে, আর খাবারের ভাণ্ডার অনেকটাই সংকুচিত হয়েছে. এই ধরনের তথ্য নিজেদের মাসিক রিপোর্টে উল্লেখ করেছে বিশ্ব ব্যাঙ্ক. প্রসঙ্গতঃ, এই সংস্থার বিশেষজ্ঞদের মতে, মূল্যবৃদ্ধি হওয়ার ক্ষেত্রে খুবই বড় ভূমিকা নিয়েছে ভুট্টা, চিনি ও গমের দা.
রাশিয়ার সামরিক শিল্প সংস্থার প্রধান আলেক্সান্দর লিওনভ ইন্টারফ্যাক্স সংবাদসংস্থাকে প্রদত্ত সাক্ষাত্কারে জানিয়েছেন, যে ম্যাক্স-২০১১ নামক প্রদর্শণীতে ভারত ‘ব্রামোস’ নামক যৌথ ইন্দো-রুশী বিমানের বায়না করেছে. - বায়নার সঠিক সংখ্যা প্রকাশ না করার ব্যাপারে ভারতীয়দের সাথে আমাদের বোঝাপড়া আছে. শুধু এটুকুই বলতে পারি, যে বায়নার পরিমাণ কয়েকশো, বলেছেন লিওনভ.
ভারতে খ্যাতনামা সমাজসেবী ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামী আন্না হাজারে আজ দু-সপ্তাহ ব্যাপী অনশন পালন করার অনুমতি পেয়েছেন পুলিশের কাছ খেকে. তার সহকারী কিরন বেদি এই সংবাদ দিয়েছেন. এর মানে হল, যে শাসক কতৃপক্ষ কোনো শর্ত ছাড়াই যে কোনো গণ-সমাবেশ সংগঠণের অনুমতি দিল. এর আগে পুলিশ তাকে ৩ দিনের অনশন ও ৫০০ সমর্থকের সমাবেশের অনুমতি দিয়েছিল.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
আগষ্ট 2011
ঘটনার সূচী
আগষ্ট 2011
8
10
11
13
14
20
21
27
28