×
South Asian Languages:
আরব, 12 জানুয়ারী 2013
রাশিয়ার পক্ষ থেকে সিরিয়া নিয়ে তিন পক্ষের আলোচনায় জেনেভা শহরে রাষ্ট্রসঙ্ঘ ও আরব লীগের পক্ষ থেকে পাঠানো সিরিয়ার সমস্যা নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্রতিনিধি লাখদার ব্রাহিমির শক্তি প্রয়োগকে সমর্থন করা হয়েছে. মস্কো আবারও সেই দেশে অবিলম্বে হিংসা ও রক্তক্ষয় বন্ধ করতে আহ্বান করেছে এবং উদ্বাস্তুদের সাহায্য করার কথা বলেছে. শনিবারে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে এই খবর দেওয়া হয়েছে.
মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এই চলে যাওয়া সপ্তাহের শেষে নতুন প্রশাসনের প্রধান দায়িত্বভার গুলি ভাগ করে দেওয়া শেষ করেছেন. তাঁর ক্যাবিনেটের, মনে হচ্ছে এবারে বেশী করেই উপস্থিত বুদ্ধি সম্পন্ন ও বাস্তব ভারসাম্যের ধারণা আছে এমন সব মানুষ বেড়েছে. নতুন মুখ হয়েছে পররাষ্ট্র দপ্তর, অর্থমন্ত্রক, পেন্টাগন ও সিআইএ সংস্থার প্রধানদের.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
জানুয়ারী 2013
ঘটনার সূচী
জানুয়ারী 2013
2
25