×
South Asian Languages:
আরব, 9 জানুয়ারী 2013
বর্তমানের বিশ্বে রসদ আরও কমে আসছে. সুতরাং তার জন্য আর বিক্রীর বাজারের জন্য লড়াই আরও কঠোর হচ্ছে. সুতরাং ২০১৩ সালে প্রধান ক্রীড়নকদের পরস্পর বিরোধী অবস্থান আরও অনেকটাই তীক্ষ্ণ হতে চলেছে. আমাদের “দাবা ও রাজনীতি” নামের আলোচনা চক্রে পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেছেন দুই রুশ বিখ্যাত দাবাড়ু.
কাতার মিশরকে আর্থিক সাহায্যের পরিমান ২৫০ কোটি ডলার বাড়াবে, যাতে সে দেশে বৈপ্লবিক ঘটনাবলী ঘটার পরে অর্থনীতিকে চাঙ্গা করে তোলা যায়.
প্যালেস্টাইনের হামাস গোষ্ঠীর নেতা খালেদ মাশাল স্বয়ংশাসিত প্যালেস্টাইনের প্রধান পদাধিকারী মাহমুদ আব্বাসের সাথে আলাপ-আলোচনা করার জন্য কায়রোয় পৌঁছেছেন. বুধবারে অনুষ্ঠিতব্য সাক্ষাত্কারে মধ্যস্থতা করবেন মিশরের রাষ্ট্রপতি মুহম্মদ মোর্সি. ২০০৭ সালে হামাস গাজা সেক্টরে নির্বাচনে জয়লাভ করার পরে দুইপক্ষের মধ্যে আলাপ-আলোচনা কানাগলিতে গিয়ে পৌঁছেছে. পি.এল.ও. জর্ডান নদীর পশ্চিম উপকূল শাসন করে আর হামাস গাজা সেক্টরে ক্ষমতায় আছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
জানুয়ারী 2013
ঘটনার সূচী
জানুয়ারী 2013
2
25