×
South Asian Languages:
আরব, 8 ডিসেম্বর 2012
শুক্রবার জর্ডান রাজতন্ত্রের সরকারী প্রতিনিধি ও রাষ্ট্রীয় তথ্যমন্ত্রী সামি আল-মাইয়াতা ঘোষনা করেছেন, যে জর্ডান কোনোমতেই তার ভুখন্ডে সিরিয়ার ঝামেলাকে ঢুকতে দেবে না এবং সংঘাতরত কোনো পক্ষকেই সমর্থন করবে না. ইয়ারমুক নদীর উচ্চপ্রবাহ অঞ্চলে তেল-শেহাব এলাকায় সশস্ত্র ঘটনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি এই উক্তি করেছেন.
গাজা সেক্টরে ফিলিস্তিনের ইসলামি সংগঠন হামাস আজ ২৫তম বর্ষপূর্তি উদযাপন করছে. দিবসটি পালন উপলক্ষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে. কয়েক হাজার জনতা ওই সমাবেশে জড়ো হয়েছে. শহরের সড়কগুলোতে হামাস ও ফিলিস্তিনি পতাকা শোভা পাচ্ছে. সমাবেশে বক্তৃতা দিয়েছেন হামাস নেতা খালেদ মেশাল, যিনি ৪৫ বছর পর প্রথমবারের মত গাজায় এসেছেন. উল্লেখ্য, গাজা ভূখন্ড নিয়ন্ত্রণকারী হামাস দল ইসরাইল কর্তৃক অবরুদ্ধ রয়েছে.
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়ার সংকট সমাধানে জাতিসংঘ ও আন্তর্জাতিক কমিউনিটিকে একসাথে কাজ করা উচিত. তুর্কী নেতাদের সাথে বৈঠক শেষে বান কি মুন সাংবাদিকদের এ কথা বলেন. তিনি আরও বলেন, সিরিয়ায় এখনও সংঘর্ষ চলছে. আন্তর্জাতিক কমিউনিটি সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে পারে নি. তবে বান কি মুন একই সাথে বলেন, জাতিসংঘ
ইসলামপন্থি শাষন থেকে মিশরের উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেক্সান্দ্রিয়ায় স্বাধীনতা ঘোষণা করেছে দেশটির বিরোধী দল. মিশরীয় রাষ্ট্রপতি মুহাম্মদ মুরসির বিরোধী অন্তত কয়েক মানুষ স্থানীয় প্রশাসন ভবনে হামলা চালায় এবং নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছে. অল্প সময়ের মধ্যেই সেখানে ভারী অস্ত্র ও চাকুসহ লোকজন এসে জড়ো হয়. মূহূর্তেই আশেপাশের সড়কগুলোতে হতাহতের ঘটনা ছড়িয়ে পড়ে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
ডিসেম্বর 2012
ঘটনার সূচী
ডিসেম্বর 2012
17
24
26
30
31