সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লীগের শান্তিদূত লাখদার ব্রাহিমির সাথে সিরীয় সরকারের আজ বৈঠক অনুষ্ঠিত হবে. ব্রাহিমি গতকাল শুক্রবার দামাস্কাস পৌঁছেছেন. বার্তাসংস্থা ইন্টারফ্রাক্স এ খবর জানিয়েছে. আশাকরা হচ্ছে যে, ব্রাহিমি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুল্লায়েমের সাথে মিলিত হবেন. উভয় বৈঠকে সিরিয়ায় সহিংসতা বন্ধের বিষয় নিয়ে আলোচনা করা হবে.