সিরিয়াতে সঙ্কট বেড়েই চলেছে, পরিস্থিতি খুবই খারাপ, তাই গ্রেট ব্রিটেনের সরকার তাঁদের প্রজাদের এই বিরোধে অংশ নিতে বারণ করেছে. এই মর্মে বুধবারে ঘোষণা করেছেন বিবিসি সংস্থার বেতার তরঙ্গে ব্রিটেনের পররাষ্ট্র প্রধান উইলিয়াম হেগ. তাঁর কথামতো, সেই রকমের লক্ষণ দেখা যাচ্ছে যে, একদল ব্রিটেনের লোক সেখানে বিরোধে অংশ নিতে যেতে চাইছেন.