বৃহস্পতিবার ‘নিউ-ইয়র্ক টাইমস’ লিখেছে যে, আমেরিকা ও আরব দুনিয়ার শেখেরা পারস্য উপসাগরে রকেট প্রতিরোধী ব্যবস্থা বসানোর পরিকল্পনা করেছে. সংবাদপত্রের মতে, ঐ ব্যবস্থার লক্ষ্য হবে ইরানের রকেট প্রতিরোধ করা. পারস্য উপসাগরীয় এলাকার রাজতান্ত্রিক দেশগুলিতে রাডার বসানো হবে, তাছাড়া যোগাযোগ ব্যবস্থা এমন করা হবে, যাতে রকেট প্রতিরোধী ব্যবস্থা সম্মন্ধে পারস্পরিক যোগাযোগ নিয়মিত রাখা যায়.