×
South Asian Languages:
আরব, 21 জুন 2012
আরব রাষ্ট্র লীগের অন্তর্ভুক্ত সৌদি আরব এবং কাতার সিরিয়ায় সামরিক অনুপ্রবেশ এবং বিরোধীপক্ষকে অস্ত্র সরবরাহের যে আহ্বান জানাচ্ছে তা পুরো লীগের স্থিতি প্রতিফলিত করে না. এ সম্বন্ধে বৃহস্পতিবার “ইন্টারফাক্স” সংবাদ এজেন্সিকে প্রদত্ত ইন্টারভিউতে বলেছেন আরব রাষ্ট্র লীগের সহকারী প্রধান সচিব আহমেদ বেন হেল্লি.
জেনেভায় ৩০শে জুন সিরিয়া সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ইরানের থাকা উচিত. এ সম্বন্ধে “ইন্টারফাক্স” সংবাদ এজেন্সিকে প্রদত্ত ইন্টারভিউতে বলেছেন আরব রাষ্ট্র লীগের সহকারী প্রধান সচিব আহমেদ বেন হেল্লি. সেই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, এ সম্মেলনে ইরানের চূড়ান্তভাবে অংশগ্রহণের বিষয়টি আগের মতোই আলোচনার পর্যায়ে রয়েছে.
জুন 2012
ঘটনার সূচী
জুন 2012
1