×
South Asian Languages:
আরব, 20 জুন 2012
‘মেনা’ সংবাদসংস্থা জানিয়েছে, যে মিশরের ভূতপূর্ব রাষ্ট্রপতি হোসনি মুবারকের ক্লিনিক্যাল ডেথ হয়েছে. মঙ্গলবার তাকে কারাগার থেকে জরুরী অবস্থায় সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়. হাসপাতালে পৌঁছাবার পরেই মুবারকের হৃদপিন্ড থেমে যায়. চিকিত্সকেরা কয়েকবার চেষ্টা করেছে তাকে সজ্ঞানে ফেরানোর, কিন্তু সব প্রচেষ্টা বিফল হয়েছে, এবং তখন তার ক্লিনিক্যাল ডেথ ঘোষণা করা হয়েছে.
জুন 2012
ঘটনার সূচী
জুন 2012
1