×
South Asian Languages:
আরব, 12 জুন 2012
জাতিসংঘ মহাসচিব বান কি মুন সিরিয়ার আল-হাফু শহরে জাতিসংঘ কর্মকর্তাদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সে দেশের সরকারের কাছে দাবী জানিয়েছে. কয়েকটি উত্স থেকে পাওয়া সংবাদে জানা যায় যে, ওই শহরে সামরিক অভিযান চলছে. রোবাবর জাতিসংঘ থেকে প্রকাশিত সংবাদে বলা হয়, বান কি মুন সিরিয়ার আল-হাফু শহরসহ অন্যান্য জনবসতিপূর্ণ এলাকায় সামরিক অভিযান চলার ঘটনায় গভীর উত্কণ্ঠা প্রকাশ করেছেন.
জুন 2012
ঘটনার সূচী
জুন 2012
1