রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আসন্ন ভারত সফর প্রত্যাশাজনক ও বহুলাংশে তার ফলাফলের পূর্বাভাস দেওয়া সম্ভব. সেরকমই মনে করেন ভারতীয় ফাইন্যান্স ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর আগরওয়াল. আমাদের সংবাদদাতা ভ্লাদিমির ইভাশিনকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জোর দিয়ে বলেছেন --- বিশ্বের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রাখলে, দুই মিত্র দেশের শীর্ষনেতাদের সাক্ষাত্কারের বিশেষ গুরুত্ব আছে. আমাদের উভয় দেশই উন্নয়নের হার বৃদ্ধি করে চলেছে, আরও শক্তিশালী হয়ে উঠছে.