৪০ বছর আগে মস্কো, ওয়াশিংটন ও লন্ডনে স্বাক্ষর করার জন্য এক দলিল খোলা হয়েছিল, যেখানে সমুদ্র ও মহাসাগরের তলদেশ কে বাস্তবে পারমানবিক অস্ত্র মুক্ত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছিল. এই আন্তর্জাতিক চুক্তি জলের তলায় বা মাটির গভীরে শুধু পারমানবিকই নয়, এমনকি যে কোন ধরনের গণ হত্যার সম্ভাবনা আছে এমন অস্ত্র রাখা নিষিদ্ধ করেছিল.