কাতালোনিয়ার পার্লামেন্ট একটি ঘোষনাপত্র গ্রহণ করেছে, যেখানে নিজস্ব অঞ্চলকে সার্বভৌম বলে ঘোষনা করা হয়েছে. যদিও দলিলটি মুলতঃ প্রতীকি, তার আইনানুগ ক্ষমতা তেমন নেই, তবুও এর ভিত্তিতে গণভোটের আয়োজন করা সম্ভব হতে পারে স্পেনের থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে. দীর্ঘ বিতর্কের পর ৮৫ জন সাংসদ দলিলের স্বপক্ষে ভোট দিয়েছেন, ৪১ জন বিপক্ষে ও আরো ২ জন ভোটদান থেকে বিরত থাকেন.