"আরব বসন্ত" – এটা সেই বীজের অঙ্কুর, যা জর্জ বুশ জুনিয়র রোপণ করেছিলেন, যখন তিনি তাঁর “বৃহত্ নিকট প্রাচ্যের” ধারণা পেশ করেন ও এই সমস্ত এলাকার গণতান্ত্রিক করণের ইচ্ছা প্রকাশ করেন. রাশিয়ার সংবাদপত্রে সাক্ষাত্কারের সময়ে এই ভাবেই নিকটপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ.