রাশিয়া ও ভারত সামরিক প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে সমস্যা সঙ্কুল প্রশ্ন গুলির বিষয়ে সমাধান খুঁজে পেয়েছে. এই ঘোষণা করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আনাতোলি সেরদ্যুকোভ, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এ. কে. অ্যান্টনির সঙ্গে বৈঠকের অব্যবহিত পরেই. রাশিয়ার মন্ত্রী আবারও বিশেষ করে উল্লেখ করেছেন যে, ভারত রাশিয়ার স্ট্র্যাটেজিক সহকর্মী দেশ ও রাশিয়ার সামরিক পণ্যের ক্রেতাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে.