রাষ্ট্রসঙ্ঘ ও আরব রাষ্ট্র লীগের বিশেষ প্রতিনিধি কোফি আননের স্থিরবিশ্বাস যে, সিরিয়া সঙ্কটের মীমাংসায় ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত্ এবং তাই সিরিয়া সমস্যা সম্পর্কে জেনেভা সম্মেলনের ফলাফল তাকে জানাবে. এ সম্বন্ধে বুধবার জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের প্রতিনিধি মার্টিন নেসিরকি. তাঁর কথায়, আনন তেহেরানকে বিশদে জানাবেন সিরিয়া সম্পর্কে সম্মেলনের ফলাফল, যা ৩০শে জুন জেনেভায় অনুষ্ঠিত হবে.