রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়ান জেচি বৃহস্পতিবার সিরিয়ায় মীমাংসার বিষয় আলোচনা করেছেন, জানানো হয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে. টেলিফোন আলাপ হয়েছে রাশিয়ার পক্ষের উদ্যোগে. পক্ষদ্বয় রাশিয়া ও চীনের স্থিতির মিলের কথা পুনরায় বলেছেন.