মস্কো শহরে পশ্চিম ও কিছু পারস্য উপসাগরীয় দেশের তরফে সিরিয়া থেকে নিজেদের রাজদূতদের ফিরিয়ে নিয়ে যাওয়ার কারণ বোঝা সম্ভব হয়নি, বলেছেন রাশিয়ার পররাষ্ট্র প্রধান সের্গেই লাভরভ, তিনি তাঁর পাক সহকর্মীর সঙ্গে বৈঠকের শেষে এক সাংবাদিক সম্মেলনে অংশ নিতে এসে এই ঘোষণা করেছেন. রাশিয়ার মন্ত্রীর কথায় আন্তর্জাতিক সমাজের উচিত হবে না আগে থেকেই সিরিয়ার জাতীয় আলোচনার ফল ঠিক করে দেওয়া.